আরাফাত হোসেন বিশেষ প্রতিনিধি:
বগুড়া জেলার কাহালু উপজেলার গুড়বিশা গ্রামে, গুড়বিশা রেডগ্রীন স্পোর্টিং ক্লাব আয়োজিত T20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এরুইল গ্রামের ঐতিহ্যবাহী ‘দি রাইজিং ক্রিকেট স্টারস্ ক্লাব’ ঐতিহাসিক ও অবিস্মরণীয় বিজয় অর্জন করেছে। অদ্য বেলা ১২.০০ ঘটিকায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টসে জয় লাভ করে দি রাইজিং ক্রিকেট স্টারস ক্লাব ব্যাটিংএর সিদ্ধান্ত নেয় এবং ২০ ওভারে ১০ উইকেটে ১৯৭রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন সৈকত। অপরদিকে কাহালু একাদশ ১০ উইকেট হারিয়ে ১৭২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন রেজা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুলতান মাহমুদ খান রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বগুড়া ও সভাপতি, বগুড়া জেলা ফুটবল এসোসিয়েশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শ্রী রিপন সরকার, আলহাজ্ব নুরুল হোসেন সোনার, মালঞ্চা ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মোছাঃ মুনজিলা বেগম, জনাব মোঃ আব্দুল হান্নান, জনাব নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোখলেছার রহমান মিন্টু প্রমূখ।

