ঢাকাSunday , 11 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘সঞ্জু’ সিনেমার মেকআপশিল্পীর মৃত্যুতে বলিউডে শোক

Nadigram
May 11, 2025 9:46 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মেকআপশিল্পী বিক্রম গায়কোয়াড মারা গেছেন। মুম্বাইয়ে নিজ বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। পরিবারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন বিক্রম। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। তিনি বলিউডের ব্যবসাসফল ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘সঞ্জু’সহ অসংখ্য বলিউড, মারাঠি ও টালিউডের সিনেমায় মেকআপ করেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড অভিনেতা আমির খান, রণবীর সিং, আনুশকা শর্মাসহ বলিউড তারকারা।আমির খান প্রোডাকশনের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা কিংবদন্তি মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াডকে বিদায় জানাচ্ছি। ‘‘দঙ্গল’’, ‘‘পিকে’’, ‘‘রং দে বাসন্তী”র মতো ছবিতে তাঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। তিনি ছিলেন প্রকৃত অর্থেই একজন মাস্টার, যাঁর স্পর্শে পর্দার চরিত্রগুলো হয়ে উঠত জীবন্ত।’
আমিরের পক্ষ থেকে আরও লেখা হয়, ‘তাঁর পরিবারের সবার প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা তোমাকে মিস করব দাদা।’ এদিকে রণবীর শুধুই লিখেছেন, ‘দাদা’।
চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু হয়েছিল ‘বিক্রম সর্দার’ দিয়ে। এর পর থেকে তিনিই হয়ে ওঠেন হিন্দি ও মারাঠি সিনেমার সবচেয়ে নির্ভরযোগ্য মেকআপশিল্পী। তিনি ‘৮৩ ’, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘দঙ্গল’, ‘পিকে’, ‘ওমকারা’, ‘দিল্লি-৬ ’, ‘থ্রি ইডিয়টস’, ‘ডার্টি পিকচার’, ‘সঞ্জু’, ‘ভাগ মিলখা ভাগ’‍–এর মতো হিন্দি ছবিতে মেকআপশিল্পী হিসেবে কাজ করেছেন।২০১২ সালে বিদ্যা বালান অভিনীত ‘ডার্টি পিকচার’ সিনেমার জন্য সেরা মেকআপশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার পান বিক্রম গায়কোয়াড। তিনি দক্ষিণ ভারতের ‘কাতিয়ার কালজাত গুসালি’, ‘পোন্নিয়িন সেলভান’ ও ‘ও কাধাল কানমানি’ সিনেমায়ও কাজ করেছেন।
শুধু তাই নয়, কলকাতার বাংলা ছবি ‘পাতালঘর’-এর মেকআপশিল্পী ছিলেনবিক্রম গায়কোয়াড। এ ছবিতে তাঁর প্রস্থেটিক মেকআপ দেখে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’রও মেকআপশিল্পী ছিলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।