বগুড়া (নন্দীগ্রাম) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামের ১নং বুড়ইল ইউনিয়নে ধুন্দার ৭নং ওয়ার্ড এলাকার ভিন্ন ধর্মাবলম্বী নাগরিকদের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকেলে বুড়ইল ইউনিয়নের ধুন্দার হিন্দু পাড়া,সহ বাজারের বিশেষ কিছু যায়গায় গণসংযোগ করা হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নন্দীগ্রাম উপজেলার সাবেক আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যন নুরুল ইসলাম মন্ডল, উপজেলা নায়েবে আমীর আব্দুল মালেক, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা জুহুরুল ইসলাম, জামায়াত মোননীত বুড়ইল ইউনিয়ন চেয়ারম্যন প্রার্থী হুসাইন মোহাম্মাদ মানিক , বুড়ইল ইউনিয়ন জামায়তের আমীর আব্দুল হামিদ, বাইতুল মাল সম্পাদক লয়া মিয়া, প্রচার সম্পাদক আলোমঙ্গীর হোসেন, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী আলহাজ্ব শহিদুল ইসলাম ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ এবং স্থানীয় ওয়ার্ডের নেতাকর্মীগণ।
গণসংযোগের সময়ে বক্তারা বলেন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একবার দাড়িঁ পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান । আরো বলেন, আমরা শাসক হবো না সেবক হতে চাই ইনশাআল্লাহ জামায়াতে ইসলামী জনগনের সেবক হয়েই কাজ করবে।
জামায়াতে ইসলামী অমুসলিমদের কখনো জুলুম করেনি ভবিষতেও করবে না । তবে কারা জুলুম করেছে, সম্পদ দখল করেছে, মাঠ ঘাট জমি মন্দিরের পুকুর দখল করেছে তাদের মুখোশ খুলে দিতে হবে। যারা সবসময় বলে আমরা জনগনের বন্দু আপনাদের পক্ষের লোক আবার আপনাদের উপরই জুলুম করে সম্পদ দখল করে তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করতে হবে।
পরিশেষে একটি কথাই মুসলিমদের যদি মসজিদ পাহারা দিতে না হয়। তাহলে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় কেন পাহারা দিতে হবে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                 
                                 
                                 
                                