নান্দাইল প্রতিনিধি খাইরুল ইসলামঃময়মনসিংহের নান্দাইলে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে।সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে,ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষক কৃষিবিদ ড. নাসরিন আক্তার বানু’র সভাপতিত্বে তেল ফসল (বিনা সরিষা-৯ ও বিনা সরিষা-১১) এবং উচ্চ ফলনশীল বোরো ধান (বিনা ধান-২৪ ও বিনা ধান-২৫) এর বীজ বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খান তুহিন (এমপি)।গেস্টঅব অনার হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বিন অংগ) সিএসও ও প্রকল্প পরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) পিএসও ড. শামীমা বেগম,
উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান।মতবিনিময় শেষে সকলের মাঝে বীজ বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তেল ফসল সরিষা এবং উচ্চ ফলনশীল বোরো ধান এর বীজ আপনাদের মাঝে বিতরণ করা হবে। আপনারা এই বীজ রুপন করে অধিক ফসল উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমার বিশ্বাস।

