মাহমুদুল হাসান শুভ কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখীতে আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হলো “পাঁচগাছি প্রিমিয়ার লিগ-২০২৩-২৪” টুর্নামেন্টের ৫ম আসর।মঙ্গলবার বিকেলে উপজেলার সোনামুখী ফাজিল মাদরাসা মাঠে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং সোনামুখী ইউপি ১নং ওয়ার্ড মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ।এসময় তিনি বলেন, খেলাধুলা মস্তিস্ককে সুস্থ ও স্বাভাবিক রাখে। খেলাধূলা করলে তরুণরা মাদকে আসক্ত হতে পারে না। প্রতিবছরের ন্যয় এইবছরও সুন্দর খেলার আয়োজন করায় আমি অত্যন্ত আনন্দিত।আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মাহমুদুল হাসান শুভ সাংবাদিক সুজয় শেখ।চারটি দলের মধ্যে উক্ত ফাইনাল খেলায় বাংলা টাইগার্সের মুখোমুখি হয়েছিল ইছামতী গ্লাডিয়াটর্স।খেলায় প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছিল বাংলা টাইগার্স।জবাবে ব্যাটে করতে নেমে ইছামতী গ্লাডিয়াটর্স ৬৯ রানে ১০ উইকেট হারায়। এতে বাংলা টাইগার্স বিজয়ী হয়েছে।পরে প্রধান অতিথি বিজয়ী এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

