জয় ফেমাস সাদ্দাম বগুড়া বিশেষ প্রতিনিধিঃ
বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২ তারিখ রবিবার দিবাগত মধ্য রাত থেকে ভোররাত পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, বগুড়া পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিশাল শেখ, আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান, আওয়ামী লীগ নেতা রিমন রহমান কাঞ্চন, পৌরসভার ১২নং ওয়ার্ড সেচ্ছসেবক লীগের সভাপতি দুলাল হোসেন এবং শহর আওয়ামী লীগ নেতা মাহমুদুন্নবী রাসেল। এর মধ্যে মাহমুন্নবী রাসেলকে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ও বাকীদের রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ওসি এস, এম মঈনুদ্দীন বলেন, বগুড়া সদর থানা পুলিশের নেতৃত্বে রাতভর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। থানা পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                 
                                 
                                 
                                