ঢাকাWednesday , 29 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় নেশা সেবনে বাধা দেওয়ায় খামারি স্বপন প্রামানিক গুরুতর জখম

Nadigram
October 29, 2025 8:06 pm
Link Copied!

 বগুড়া জেলা প্রতিনিধিঃ

‎বগুড়ার গাবতলী উপজেলার ছোট গোড়দহ এলাকায় মাদকসেবীদের নেশা করতে বাধা দেওয়ায় এক খামার মালিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
‎গত সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এ হামলায় গুরুতর আহত হয়েছেন খামারি স্বপন প্রামানিক (৩৬)। বর্তমানে তিনি গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎আহত স্বপন প্রামানিক ছোট গোড়দহ গ্রামের আব্দুল কুদ্দুছ প্রাং-এর ছেলে। তিনি নিজস্ব জমিতে একটি মুরগির খামার স্থাপন করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছিলেন। পরবর্তীতে ব্যবসায় ক্ষতি হওয়ায় খামারটি ভাড়া দিয়ে গাবতলী বাজারে একটি কনফেকশনারি দোকান চালু করেন। 

‎অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে স্বপন প্রামানিক তার খামারে গিয়ে দেখেন, একই এলাকার লিমন পাইকার (৩৬), মহন সরকার (৫৫) এবং আরও ৩–৪ জন অজ্ঞাত ব্যক্তি সেখানে বসে মাদক সেবন করছে।

‎এ সময় তিনি তাদের নেশা বন্ধ করতে অনুরোধ করলে লিমন পাইকার ক্ষিপ্ত হয়ে রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দেয়। আত্মরক্ষার্থে স্বপন বাম হাত তুলে প্রতিহত করার চেষ্টা করলে তাঁর হাতে গভীর জখম হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্যরা লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

‎আহত স্বপন প্রামানিক বলেন,অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। আমার খামারে বসে নিয়মিত নেশা করে। বাধা দিলে তারা আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দেয়। তারা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলে না।

‎এ বিষয়ে জানতে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল হক বলেন,
‎“অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।