মোঃ সাদিকুল ইসলাম (জেলা বগুড়া বিশেষ প্রতিনিধি):- বগুড়া নন্দিগ্রামে ধুন্দার ডি.এফ.সি ক্লাবের উদ্দ্যোগে আরাফাত রহমান কোকা স্মৃতি চারণে ফুটবল টুর্নামেন্ট ২০২৪।
আজ শনিবার বগুড়া নন্দিগ্রামে ধুন্দার হাইস্কুল এন্ড কলেজ মাঠে। প্রথম রাউন্ডের আজ দ্বিতীয় টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আর আজকে যে দুটি দল অংশগ্রহণ করবেন কুন্দারহাট বনাম সিরাজগঞ্জ যুব সংঘ ক্লাব।
আর এই খেলায় সভাপর্তি করবেন মোঃ আমির আলী ৭নং ওর্যাড বি এন,পি।
সহ- সভাপতি: মোঃ আমিনুর ইসলাম
মেম্বার ৭নং ওর্যাড।
সাধারণ সম্পাদক: মোঃবুলবুল আহম্মেদ
৭নং ওর্যাড বি এন,পি।
ক্রীয়া সম্পাদক: শাজাহান আলী
৭নং ওর্যাড বি এন,পি।
উপদেষ্টা হিসাবে আছেন
১। মোঃ গোলাম রব্বানী প্রভাষক:(ইংরেজি বিভাগ) সরকারী আজিজুল হক কলেজ,বগুড়া।
২। হোসাইন মোঃ মানিক প্রভাষক:কাহালু আদর্শ ডিগ্রী কলেজ বগুড়া।
খেলাটি পরিচালিত করবেন মোঃ আবু রায়হান ট্রেলিং প্রাপ্ত মমতাজ উদ্দিন স্টেডিয়াম, বগুড়া।
সহকারী হিসাবে থাকছেন মোঃ হাসিবুল হাসান ও
আব্দুর রাশেদ ধুন্দার নন্দিগ্রাম,বগুড়া।

