মোঃ সাদিকুল ইসলাম বগুড়া বিশেষ প্রতিনিধিঃ
আজ ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ৬ টার দিকে বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের মানববন্ধন করে থাকে। জানা যায় যে, বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের পুরাতন সদস্য মোঃ জিল্লুর রহমান কে প্রাণনাশকের হুমকি দিয়ে থাকেন বর্তমান স্বৈরাচার সভাপতি আব্দুর রহিম।
সূত্রে জানা যায় যে জিল্লুর রহমান একজন পুরাতন সদস্য যার কার্ড নাম্বার ১১৮ নং নির্বাচনের আগে কোন এক পারিবারিক ভাবে আব্দুর রহিমের সাথে জিল্লুর রহমানের কথা কাটাকাটি হয়।
এরি ধারাবাহিক ভাবে আব্দুর রহিম একজন মুদ্রণ শ্রমিক ইউনিয়নের বর্তমানে সভাপতি পদে দায়িত্বে আছে। জিল্লুর রহমান একজন সদস্য। আর আব্দুর রহিম সভাপতি দাপট দেখিয়ে সদস্য জিল্লুর রহমানকে মার্কেটের ভিতরে সবার সামনে জিল্লুর রহমানকে গালাগালি, হুমকি-ধামকি শ্রমিক কার্ড বাতিল চাই ও গায়ে হাত তুলে থাকেন।
জিল্লুর রহমান কে মারর্কেটের অন্যান্যরা তাকে ছাড়িয়ে নেই।
স্বৈরাচারী সভাপতি আব্দুর রহিম যাওয়ার পথে পরবর্তী একা পাইলে প্রাণ নাশকের হুমকি দিয়ে থাকেন।

