আল-আমিন হোসেন, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলুর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। তিনি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
শুক্রবার (৩১ আগস্ট ২০২৫) বিকেলে শেরনগর বাবলু খাঁর বাড়ি প্রাঙ্গণ থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়। শোডাউনটি বেলকুচি–এনায়েতপুর মূল সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ করে। এইসময় অংশগ্রহণকারীরা ধানের শীষের সমর্থনে শ্লোগান দেন এবং বাবলু খাঁনকে ‘জনগণের নেতা’ হিসেবে পরিচিত করার আহ্বান জানান।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তৃণমূলের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, সমস্যা সমাধানে কাজ করা এবং সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলু এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। তাদের বিশ্বাস, তিনি মনোনয়ন পেলে আসন্ন নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করবেন এবং বিজয়ী হলে বেলকুচি–চৌহালী অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবেন।
শোডাউন শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতাকালে আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলু বলেন,
“ধানের শীষ জনগণের প্রতীক। আমি জনগণের প্রতিনিধি হয়ে গণতন্ত্র, অধিকার ও উন্নয়নের জন্য কাজ করতে চাই। এ আসনে মানুষের ভালোবাসাই আমার শক্তি।”
তিনি আরও বলেন,
“মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে বেলকুচি–চৌহালীর সব হাটবাজারের ইজারা সম্পূর্ণ নিজ দায়িত্বে পরিচালনা করে খাজনা মুক্ত করবো।”
এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                 
                                 
                                 
                                