ঢাকাFriday , 1 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রংপুর মেডিকেল কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মাহফুজার রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র

Nadigram
November 1, 2024 8:58 am
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুরঃ
নির্দলীয় অধ্যক্ষ ডা.মাহফুজারকে আওয়ামী দোসর সাব্যস্ত করে অপসারণ চক্রান্তে বিক্ষোভ মিছিল,মানববন্ধন হয়। সেই সাথে সকল ধরনের প্রশাসনিক কাজ স্থগিত করার ঘোষনাও দিয়েছে রংপুর মেডিকেল কলেজের বৈষম্য বিরোধী চিকিৎসক,কর্মচারী ও ছাত্র-জনতা।লক্ষ্য করাগেছে, রংপুর মেডিকেল কলেজ বৈষম্য বিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র জনতার বিক্ষোভকালে ব্যবহৃত ব্যানারে লেখা দেখা যায় যে, স্পর্শকাতর ইস্যু এনে রংপুরের শহীদ আবু সাঈদের ময়না তদন্ত প্রতিবেদনে বিকৃতির অপচেষ্টাকারী, স্বৈরাচারের দোসর,ছাত্রলীগের পৃষ্ঠপোষক হিসেবে ডা.মাহফুজার রহমানকে আখ্যায়িত করা হয়। সেই সাথে অধ্যক্ষ ডা.অধ্যাপক সারোয়ার জাহানকে উপযুক্ত এবং গ্রহনযোগ্যও বলা হয়। এও বলা হয় ডা.মাহফুজার রহমান বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর বলেই বিগত ৫বছর যাবৎ টানা উপাধ্যক্ষ পদে আসীন ছিল। তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় পদোন্নতি দিয়ে রংপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ পদে পদায়ন করায় হতাশা ব্যক্ত করেছে আন্দোলনকারীরা। ডা.শরিফুল ইসলাম মন্ডল বলেন,ডাৃ মাহফুজার রহমান আওয়ামী লীগ রাজনীতি করতেন। জুলাই আগস্ট বিপ্লবী আন্দোলনে তিনি সাধারণ ছাত্রদের পাশে ছিলেন না। তিনি আরও বলেন, তাকে অপসারণ করা না হলে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবো। অন্যদিকে, রংপুর মেডিকেল কলেজ এর নবনিযুক্ত অধ্যক্ষ ডা.মাহফুজার রহমান বলেন, অন্তর্র্বতীকালীন সরকার আমার যাবতীয় যাচাই করে আমাকে উপযুক্ত বিবেচিত করে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পদোন্নতি ও পদায়ন করেছেন। বিগত সরকারের আজ্ঞাবহ হলে আমাকে অনেক আগেই অধ্যক্ষ হিসেবে পদায়ন করতো। প্রকৃতপক্ষে আমি স্বাস্থ্য শিক্ষা ও সেবায় নিজেকে সব সময় ব্যস্ত রাখায় কোনোদলের তল্পিতল্পার তোয়াক্কা করার সময় সুযোগ নেয়নি। ডা.মাহফুজার রহমান আরও বলেন, আমি যোগদান করার পর কলেজের অনেকেই ফুলেল শুভেচ্ছা জানিয়ে আসছিলো। এতে কয়েকজন নেতা বাহির কলেজ থেকে কতেক শিক্ষক ছাত্রদের জড়ো করে নানাভাবে আমাকে প্রশ্নবিদ্ধ ও শহীদ আবু সাঈদের ময়না তদন্ত নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সরকারের সিদ্ধান্তকে অসম্মান করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। সেই সাথে আমাকে সরকারের সকল পর্যায়ের গোয়েন্দাসহ সংশ্লিষ্টদের সঠিকতা যাচাইয়ের জন্য অনুরোধ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।