রাকিবুল হাসান (সাতক্ষীরা) শ্যামনগ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আতাউল হক দোলনের প্রচার-প্রচারনা উপলক্ষে রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।আজ৯ ডিসেম্বর ২০২৩ তারিখ সকাল ১১ টায় রমজান নগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ বধিত সভার আয়োজন করা হয় ৷ এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিস চেয়ারম্যান কাশিমাড়ি ইউনিয়ন পরিষদ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা (বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদ-উজ-জামান সাঈদ, শ্রমবিষয়ক সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর জলিল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম আল-ফারুক, জিএম আল-মামুন, আব্দুল গফ্ফার তরফদার, মোঃ আব্দুল মাজেদ, বাবু অরুন বর্মন, বাবু ধর্মদাস কর্মকার, মোঃ হুমায়ুন কবির, শাহিনুর আলম শাহিন,আলহাজ্ব শেখ মাহমুদ হোসেন সহ আরও অনেকে ৷
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান শেখ আল-মামুন ৷
অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন, সাবেক ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল ৷

