সোহেল রানা, নিজস্ব প্রতিনিধি: শীত মানেই ব্যাডমিন্টন, শীতের রাতে চাঙ্গা হতে তারুণ্যের আশ্রয়’ এ স্লোগানে,সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের আলমচাঁদ পুর গ্রামের যুব সংঘের আয়োজিত প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৮ জানুয়ারী) রাত ১০ টার সময় আলমচাঁদ পুর খোলা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলায় সৈকত ব্যাডমিন্টনকে পরাজিত করে শেখ রাসেল ব্যাডমিন্টন চ্যাম্পিয়ান হয়।খেলায় নয়াদিগন্তের সাংবাদিক সোহেল রানা হৃদয়ের সভাপতিত্বে,প্রধান অতিথি ছিলেন দাদপুর সাহেবগঞ্জ দ্ধি-মুখি উচ্চবিদ্যালয় সভাপতি প্রভাষক আব্দুল বাড়ীক, সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট ক্রিয়া ব্যক্তিত্ব শফিকুল ইসলাম, রুবেল হোসেন, ফরিদুল ইসলাম, আব্দুল আলীম, শিহাবুল ইসলাম,শেখ রাসেল প্রমুখ।জমকালো আতশবাজির পরে চ্যাম্পিয়ান শেখ রাসেল ব্যাডমিন্টন এবং রানার্স আপসৈকত ব্যাডমিন্টন টিমের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। সেরা খেলোয়াড় কাওছার এবং শেখ রাসেল সেরা টিম ম্যানেজারের ট্রফি অর্জন করেন।খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নাইম ও সহকারী ছিলেন সাদেক। ধারাভাষ্য ও ফেইসবুক লাইভে ছিলেন সবুর,ফিরোজ,রিপন,সুজন, ওমর ফারুক,সেরাজুল,এনামুল,রিফাত,হাসান।উল্লেখ্য, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ৮টি দলের অংশগ্রহণে নক আউট পদ্ধতিতে গত ০১ জানুয়ারি আলমচাঁদ পুর যুব সংঘের আয়োজনে শুরু হয় শীতকালীন এ টুর্নামেন্ট।

