মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে, জেলা প্রসাশন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মাদারীপুর এর আয়োজনে,আজ,১৫, অক্টোবর ২০২৫ ইং তারিখ,বুধবার সকাল ১১ টার সময় সারা বিশ্বের ন্যায় মাদারীপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস -২০২৫ উদযাপন হয়।
এ উপলক্ষে প্রথমে সকাল ১১ টায় মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বর্ণাঢ্য রেলী প্রদর্শন করা হয় এবং পরবর্তীতে ১১:৩০মিনিটে মাদারীপুর জেলা প্রশাসক এর সভাকক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ করা হয়।
মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য এর সভাপতিত্বে ও জেলার সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক, আফজাল হোসেন এর সঞ্চালনায়,আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদারীপুর জেলার জেলা প্রশাসক, মোছাঃ ইয়াছমিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, অতিরিক্ত জেলা প্রশাসক, ফাতিমা আজরিন তন্বী, সহকারী পুলিশ সুপার,বিমল চন্দ্র বর্মন , ডাঃ খলিলুজ্জামান ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল এর প্রোগ্রাম ম্যানেজার,পলাশ চন্দ্র শীল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি বৃন্দ, প্রতিবন্ধী ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।

