মোঃ রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড়াল নদীর বাঘাবাড়ি নৌবন্দরে আয়োজিত হয় ৪৬তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা।
জেলা প্রশাসন ও বাংলাদেশ রোইং ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মুহাম্মদ মাহবুব-উল-আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ রোইং ফেডারেশনের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিপুলসংখ্যক উৎসুক জনতা।
এই আয়োজনে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি তরুণ প্রজন্মের মাঝে ক্রীড়াচেতনা জাগ্রত করার বার্তা দেওয়া হয়।

