কাবিল উদ্দিন কাফি, সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে নাটোরের সিংড়ায় উপজেলা পর্যায়ে মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম।
বুধবার( ২২ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের সনদ ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাহমুদা খাতুন।
এসময় শ্রেষ্ঠ,শিক্ষক,শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ সংগীত শিল্পী সহ ৭৫ টি ক্যাটাগরিতে ৬৫ জনকে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

