সিরাজগঞ্জ সংবাদদাতা: প্রহসনের নির্বাচন বর্জন,ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলার লক্ষ্যে,কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বেলকুচি উপজেলা’র পক্ষে থেকে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।আজ শনিবার,বেলা সাড়ে ১১ টার সময়,বেলকুচি উপজেলা জামায়াতের উদ্যােগে,বেলকুচি’র বিভিন্ন পয়েন্টে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে গণসংযোগে অংশ নিয়ে লিফলেট বিতরণ করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর জননেতা অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম।বেলকুচি উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল এর নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীতে এ সময়,অন্যান্যো’র মাঝে তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন,জামায়াত নেতা মাওঃ মাহবুবুর রশিদ শামীম,অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম,জামায়াত নেতা গোলাম হোসেন,মাসউদুর রহমান,ছাত্রনেতা জুনায়েদ আহমদ সবুজ,এরশাদ আলী,আহমদ ফয়সাল,ইউসুফ আলী,আরিয়ান ইসমাইল,সাবেকছাত্রনেতা,ইন্জি,শাহাদাজ্জামান সবুজ মিয়াজী ও জাহিদ হাসান প্রমূখ।জামায়াত নেতা জেলা আমীর অধ্যক্ষ মাওঃশাহীনূরআলম,দেশেরস্বাধীনতা,স্বার্বভৌমত্ব রক্ষা,ভোট ও ভাতের অধিকার আদায় এবং গণতন্ত্র পূণরুদ্ধারে একতরফা প্রহসনের নির্বাচন বয়কট ও ৭,জানুয়ারী’র ভোট বর্জন করার উদাত্ত আহ্বান জানান।

