ঢাকাThursday , 14 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সন্তান প্রসবের পর ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু

Nadigram
March 14, 2024 8:19 pm
Link Copied!

রাকিবুল হাসান সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি: সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ফুটবলার রাজিয়া সুলতানা (২০) মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দিনগত রাতে সাড়ে চারটার দিকে সাতক্ষীরা মেডিকেলে নেওয়ার পথে রাজিয়া সুলতানার মৃত্যু হয়।
কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদি জানান, ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে। গতকাল রাত ১০টার দিকে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। পরে রাত সাড়ে তিনটায় অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। একপর্যায়ে সাতক্ষীরা মেডিকেলে নেওয়ার পথে ভোর সাড়ে ৪টা দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিলেন রাজিয়া। পরবর্তী সময়ে জাতীয় নারী ফুটবল দলের অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ অনূর্ধ্ব ১৮ দলের সদস্য হয়ে খেলার সুযোগ হয় তার। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ছিলেন রাজিয়া। একবার ভুটানে খেলতে গিয়েছিলেন তিনি। গত একবছর খেলার বাইরে ছিলেন। কৃতি এ ফুটবলারের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।