স্টাফ রিপোর্টার:
ক্রিয়াই শক্তি, খেলাই ঐক্য — ফুটবলেই গড়ি প্রজন্মের নেতৃত্ব” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের ইসমাপুর যুবসমাজের উদ্যোগে ইসলামপুর পুর্বপাড়া আঞ্চলিক মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।ইসলামপুর গ্রামের প্রবীণ ব্যক্তি কোবাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ খন্দকার সেলিম জাহাঙ্গীর, প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট ব্যক্তি আফসার আলী।খেলার উদ্বোধন করেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শামিম হাসান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক ও তরুণ রাজনীতিবিদ হৃদয় মাহমুদ অন্তর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথি সেলিম জাহাঙ্গীর বলেন, “জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারলে ইসলামপুরে একটি আধুনিক ও স্থায়ী খেলার মাঠ নির্মাণ করব।”তরুণ নেতা হৃদয় মাহমুদ অন্তর বলেন, “এই টুর্নামেন্ট শুধু খেলাধুলা নয়, এটি আমাদের ঐক্যের প্রতীক। আগামী বছর ইনশাআল্লাহ আরও বড় পরিসরে আয়োজন করবো।”খেলার চূড়ান্ত পর্বে জালশুকা একাদশ ১-০ গোলে পুকুরপাড় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।ইসলামপুর যুব সমাজের এমন সুশৃঙ্খল ও সফল আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।

