ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Nadigram
September 14, 2025 6:09 pm
Link Copied!

আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ থেকেঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় পিতা ইদ্রিস আলীকে হত্যার ঘটনায় ছেলে রেজাউল করিম লাবুর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। এর পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মো. মাহবুবুর রহমান এ রায় ঘোষণা করেন।

একই মামলায় নিহত ইদ্রিস আলীর স্ত্রী রেনুকা বেগম এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত লাবুর স্ত্রী ইসমত আরাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে। বিষয়টি আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফ আকন্দ নিশ্চিত করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ৪ মার্চ সলঙ্গা থানার অলিদহ গ্রামের একটি পুকুরে গলা ও পায়ে দড়ি বাঁধা অবস্থায় ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ওই দিনই ছেলে রেজাউল করিম লাবু অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ ছিল, আগের দিন রাতে ইদ্রিস আলী ও তার স্ত্রী রেনুকা একই কক্ষে ঘুমাচ্ছিলেন। ভোরে রেনুকা ঘুম থেকে উঠে স্বামীকে না পেয়ে ছেলে ও পুত্রবধূকে জাগান এবং খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

তদন্তে প্রমাণিত হয়, বাদী রেজাউল করিম লাবুই তার পিতাকে হত্যা করেছিলেন। পরবর্তীতে আদালতে তার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।