ঢাকাMonday , 15 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

দৃষ্টিনন্দন রূপে ফিরছে নান্দাইল চৌরাস্তার গোলচত্বর

Nadigram
September 15, 2025 7:43 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি: খাইরুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তার ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন গোলচত্বরকে নতুন রূপে সাজাতে সৌন্দর্যবর্ধন কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে গোলচত্বরের ভেতর ও বাইরের দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা অপসারণ করা হচ্ছে। পাশাপাশি নতুনভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে আধুনিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। উপজেলা প্রশাসন জানিয়েছে, নান্দাইলের প্রধান প্রবেশমুখে অবস্থিত এই গোলচত্বর শুধু একটি স্থাপনা নয়, বরং এটি উপজেলার মর্যাদা ও সৌন্দর্যের প্রতীক। তাই এটিকে নষ্ট বা অযত্নে ফেলে রাখলে পুরো নান্দাইলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এ প্রসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নান্দাইলবাসীর উদ্দেশ্যে আহবান জানানো হয়েছে- গোলচত্বরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। মূত্র বিসর্জন বা যেকোনো অনাকাঙ্ক্ষিত কাজে কেউ যেন এর ভেতরের পরিবেশ নষ্ট না করেন। এছাড়া রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়েছে, গোলচত্বরকে ব্যানার ও ফেস্টুনমুক্ত রাখা হোক। এতে স্থাপনাটির সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে এবং এটি প্রকৃত অর্থেই নান্দাইলের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার জানান, “নান্দাইলকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক উপজেলায় রূপান্তর করতে এই সৌন্দর্যবর্ধন কার্যক্রম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে নান্দাইলবাসী একটি দৃষ্টিনন্দন পরিবেশ উপহার পাবেন।” স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নান্দাইলের উন্নয়ন ও সৌন্দর্য ধরে রাখতে নাগরিক সচেতনতা সবচেয়ে বেশি জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।