ঢাকাMonday , 13 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে গরু চুরির জেরে সংঘর্ষে তরুণ নিহত, আহত অন্তত ৩০ জন

Nadigram
October 13, 2025 12:11 pm
Link Copied!

আসলাম উদ্দিন, প্রতিবেদকঃ

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গরু চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রুমান মিয়া (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমান মারা যান। তিনি ইটনার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল।

স্থানীয় সূত্র জানায়, গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে গজারিয়া গ্রামের জসিম উদ্দিন ও করিম মিয়া গোষ্ঠীর মধ্যে রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সংঘর্ষ হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে জসিম গোষ্ঠীর রুমান মিয়া গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

গ্রামবাসীর দাবি, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি করিম মিয়া গোষ্ঠীর একজন জসিম মিয়া পক্ষের বাড়ি থেকে গরু চুরি করতে গেলে স্থানীয়রা তাকে ধরে গরু উদ্ধার করেন। বিষয়টি নিয়ে সালিশ হলেও উত্তেজনা প্রশমিত হয়নি, যার পরিণতিতেই রোববারের সংঘর্ষ।

মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দারুল ইসলাম বলেন, “দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।”

ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল জানান, “জমিসংক্রান্ত বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।