স্টাফ রিপোর্টারঃ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তেজগাঁও কলেজ শাখার ছাত্রলীগ নেতা দবিরূল ইসলাম বগুড়া থেকে গ্ৰেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে বগুড়ায় জজ কোর্টে অন্য একটি মামলায় হাজিরা দিতে এসে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত দবিরূল ইসলাম দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জের রমজান মন্ডলের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন তেজগাঁও কলেজ ছাত্রলীগের সংস্ক্রিয় কর্মী। সে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক প্রদীপ এর ছত্র-ছায়াতে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল।
তথ্যসূত্র জানায়, সে গত বছরের জুলাই ঢাকা তেজগাঁও কলেজ এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হামলায় অংশগ্রহণের অভিযোগ রয়েছে দবিরুল ইসলামের বিরুদ্ধে। এছাড়াও একাধিক মেয়েকে বিয়ের মামলাও চলমান।
বগুড়ার সদর থানার অফিসার ইনচার্জ হাসান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্য একটি মামলাতে হাজিরা দিতে এসে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ডিবি পুলিশ বগুড়ায় গ্রেপ্তার করে।

