নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে এক আওয়ামী লীগ নেতার দোকান ভেঙে তছনছ করে মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। দোকান গুড়িয়ে দিয়ে ছাউনি ও চারপাশের টিন খুলে ফেলাসহ খুঁটি উপড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার ভোরে পৌরসভা এলাকার বেলঘরিয়া তিনমাথা মোড়ের বাজারে সড়কের পাশে এ ঘটনা ঘটেছে। চাল-আটা ব্যবসায়ী আব্দুল হাকিম বকুল নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
ওই ব্যবসায়ী জানান, তিনি সপ্তাহে একদিন দোকান খুলতেন। টিনসেডের ওই ঘরে চাল, আটা ও হিসাবের খাতাসহ আসবাবপত্র ছিল। দোকানে মালামাল মজুদ রাখা হতো। রোববার ভোরে স্থানীয় মৃত আব্দুর রহমানের ছেলে রুহুল আমিনসহ কয়েকজন ব্যক্তি দোকান ঘরটি ভেঙে গুড়িয়ে দিয়েছে। দোকানের উপরের ছাউনিসহ চারপাশের টিন খুলে নিয়ে গেছে। কিছু অংশ সেখানে পড়ে আছে। ৫০কেজি করে চালভর্তি ৮টি বস্তা এবং ৬বস্তা আটাসহ আসবাবপত্র লুট করে নিয়ে গেছে।
এ ব্যাপারে নন্দীগ্রাম থানার ওসি মো. আজমগীর হোসাইন আজম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

