বগুড়ার নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় উপজেলা ছাত্রদল নেতা ফিরোজ আহমেদ শাকিলকে (২৫) কারাগারে প্রেরণ করেছেন আদালত। সে পৌরসভা এলাকার মাজগ্রামের গোলাম হোসেনের ছেলে এবং উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে থানার পুলিশ পরিদর্শক (ইনভেস্টিগেশন) মো. জামিরুল ইসলাম জানান, এরআগে সোমবার রাতে মাজগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে শাকিলকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ২০২১ সালের ১৮ মার্চ বিকেলে নন্দীগ্রামে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় ছাত্রদল নেতা শাকিলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

