নান্দাইল প্রতিনিধি খাইরুল ইসলামঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার উপজেলা ও পৌর যুব লীগের আয়োজনে সকাল ১১টায় নান্দাইল নতুন বাজার ডাকবাংলোর বিপরীতে আনন্দ র্যালী ও উন্নয়ন শোভাযাত্রা হয়। নান্দাইল উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ আবু বক্কর ছিদ্দিক বাহার’র সভাপতিত্বে ও সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খান তুহিন (এমপি)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া।এ-ছাড়াও আনন্দ র্যালী ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ গ্রহন করে, নান্দাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবুল, তরুণ আওয়ামী লীগ নেতা মাহবুবুল হাসান রয়েল, শাহ্ আলম, সহ সভাপতি জাকির হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ভূইয়া অপু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ভূইয়া সোহেল, উপজেলা যুবলীগ নেতা হাফিজুল ইসলাম শাহান, পৌর যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক পিন্টু, ও সাধারণত সম্পাদক মনজিল হাসান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান রিপন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফকির সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধো বিষয়ক সম্পাদক নোমান তালুকদার, উপজেলা আওয়ামী মৎস জিবি লীগের যুগ্ন আহ্বায়ক খালেকুজ্জামান ভূঁইয়া সুজন, উপজেলার ছাত্রলীগে সভাপতি তৌফিকুল ইসলাম মামুন, ও সাধারণ সম্পাদক শাহ্ মাহমুদুল হক সৌরভ সহ ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার থেকে আগত নেতা কর্মী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

