শাহজাহান আলী স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৪৭০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিয়াজুল ইসলাম (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
২৬ নভেম্বর( রোববার) ভোর সোয়া ৫’টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা- বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকায় র্যাব-১২ বগুড়ার একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিয়াজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
আটককৃত মো: রিয়াজুল ইসলাম কুড়িগ্রাম জেলা শহরের চেরেঙ্গা (আর তডি আর এস বাজার) এলাকার মৃত পনির উদ্দিনের ছেলে। র্যাব-১২ বগুড়া, কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,রোববার ভোরে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৭০ পিস ইয়াবাসহ রিয়াজুলকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কাড জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত রিয়াজুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

