স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে নলকা ইউনিয়নে ২ নং ওয়ার্ড আওয়ামীলীগে আয়োজনে বর্তমান সরকারের উন্নয়ন প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উন্নয়ন প্রচার সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুইট বলেন, প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে তথ্য-প্রযুক্তিনির্ভর, দক্ষ, যুগোপযোগী ও জনবান্ধব রাজস্ব প্রশাসন গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে বাংলার সংসদে বসাতে হবে।এজন্য সকল ভেদাভেদ, দুঃখ-কষ্ট ভূলে সকল নেতা-কর্মীদের ঐক্য বদ্ধভাবে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে।
বুধবার (১১অক্টোবর) সন্ধ্যায় কুমাজপুর পশ্চিম পাড়ায় ৭নং নলকা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে আলহাজ্ব আব্দুল হান্নান সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুইট।
বর্তমান সরকারের উন্নয়ন তুলে প্রধান অতিথি কৃষিবিদ আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুইট আরো বলেন, বাংলাদেশ দারিদ্র্য ছিল ৪১ শতাংশ।কিন্তু আজ বর্তমান তা ১৮ দশমিক ৭ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে, যেখানে দরিদ্রের সংখ্যা ছিল ২৫ দশমিক ৯ শতাংশ, তা আজ ৫ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।
কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট আরো বলেন, ইনশাআল্লাহ এ দেশে কোন মানুষ দরিদ্র, গৃহহীন বা ভূমিহীন থাকবে না।প্রত্যেক মানুষ অন্তত তাদের মৌলিক অধিকার- খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান পাবে।সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
বাংলাদেশে আজকের এই আর্থসামাজিক উন্নয়ন ধারাবাহিক শান্তিপূর্ণ পরিবেশের অবদান বলেন তিনি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুজন,রায়গঞ্জে উপজেলা কৃষকলীগেরর যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম খোকন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শিপন, অর্থ বিষয় সম্পাদক শাহ আলম , এ্যাসেডস এর সমন্বয়ক আশরাফুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।

