কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় নতুন বছরের প্রথম দিনে ২০২৪ সালের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারের আয়োজনে ১ জানুয়ারী সোমবার বেলা সাড়ে ১১ টায় দমদমা স্কুল এন্ড কলেজ মাঠে এ বই উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করে কৃতী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের কারিকুলাম সম্পর্কে অবগত করে শিক্ষার্থীদের উৎসাহিত করেন অতিথিরা
দমদমা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ, সহকারী প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মিলন হোসেন সহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

