আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ সদর প্রতিনিধি
র্যাব-১২ এর বিশেষ অভিযানে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকা থেকে কষ্টি পাথরের তৈরি মূল্যবান মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, প্রতিষ্ঠাকাল থেকেই সন্ত্রাস, মাদক, অপহরণ ও সংঘবদ্ধ অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ২৩ আগস্ট ২০২৫ খ্রিঃ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল উল্লাপাড়া থানার ৩ নং উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেশপুর এলাকায় অভিযান চালায়।
অভিযানে পলাতক আসামি মিরাজ ফকিরের পূর্ব দুয়ারী টিনের ঘর থেকে ৩১.৫৪০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির দৈর্ঘ্য ২৪ ইঞ্চি, প্রস্থ ১২ ইঞ্চি। এসময় পাচারকারী মোঃ শাহিন আলম (৩০) ও মোঃ আমিরুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করা হয়। তারা দুজনই সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা কষ্টি পাথরের মূর্তি বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                 
                                 
                                 
                                