ঢাকাMonday , 4 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

এক শতাংশ ভোটারের তালিকায় গড়মিল থাকায় সিরাজগঞ্জ ৩ সংসদীয় আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Nadigram
December 4, 2023 7:53 am
Link Copied!

এইচএম ফারুক,চলনবিল প্রতিনিধিঃ ৬৪ সিরাজগঞ্জ ৩ সংসদীয় আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।আজ (৩ই ডিসেম্বর) রবিবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এ ঘোষণা দেন।

এদিকে, মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত অবৈধ দাবি করে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দিয়েছেন বাতিল হওয়া প্রার্থীরা।
বাছাই শেষে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীর হলেন (স্বতন্ত্র) কেন্দ্রীয় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট (স্বতন্ত্র) রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল আলম খন্দকার (স্বতন্ত্র)
রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল (আওয়ামী লীগ স্বতন্ত্র) ও সলঙ্গা থানা আওয়ামীলীগের সদস্য স্বপন কুমার রায় (আওয়ামী লীগ স্বতন্ত্র), নুরুল ইসলাম (স্বতন্ত্র), মোজাফফর হোসেন (স্বতন্ত্র) ও মুক্তিজোটের প্রার্থী নুরুল ইসলাম প্রামানিকের মনোনয়ন পত্র এক শতাংশ ভোটারের তালিকায় গড়মিল থাকায় প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এ বিষয়ে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট বলেন, ‘এক শতাংশ ভোটারের তালিকায় গড়মিল দেখিয়ে বেছে বেছে শুধু স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। ভুল হলে দুই একজনের হবে।

আওয়ামী লীগের (স্বতন্ত্র) প্রার্থী স্বপন কুমার রায় বলেন, ‘আমি ৪ হাজার ২০০ জন ভোটারের স্বাক্ষর জমা দিয়েছে। কিন্তু ৫২৮ জন ভোটারের স্বাক্ষর কম রয়েছে জানিয়ে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল বলেন, ‘নিয়মাবলীর কোথাও ১% স্বাক্ষরে ভোটার নম্বর দেওয়ার কথা বলা হয়নি। অথচ সেই অজুহাতে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে।’

এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘নিয়ম মেনেই প্রার্থীদের কাগজপত্র বাছাই করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।