মোঃ রাকিবুল স্টাফ রিপোর্টারঃ
দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের মানুষ আজ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোট দিচ্ছে। আমার দাদা শহীদ এম মনসুর আলীর জন্মভূমির মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।রোববার (৭ জানুয়ারি) সকালে কাজিপুর উপজেলার বেড়িপোটল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে কথাগুলো বলছিলেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর-আংশিক সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রয়াত মোহাম্মদ নাসিমের পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়।
জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বান জানিয়ে জয় আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে।
এসময়ে সিরাজগঞ্জ-১ (কাজিপুর-আংশিক সদর) আসনের মানুষের সুখে দুঃখে আমার বাবা প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম সবসময় পাশে ছিলেন। বাবা ন্যায় আমিও সবসময় পাশে থেকে তাদের কল্যাণে কাজ করছি। কাজীপুরবাসীর পাশে আছি থাকব। এবারও কাজিপুরবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন নৌকার এই প্রার্থী।

