ঢাকাTuesday , 28 November 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Nadigram
November 28, 2023 12:52 am
Link Copied!

শাহজাহান আলী স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় ইসি, রাশেদা সুলতানা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার কর্মকর্তাদের নিয়ে নির্বাচনের প্রস্তুতিমালক আলোচনা সাভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর (সোমবার) দুপুরে বগুড়া বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে জেলার কর্মকর্তাদেরকে নিয়ে ইসির, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমালক সভা অনুষ্ঠিত হয়।

নির্বচনের প্রস্তুতিমালক সভা শেষে সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে ইসি,রাশেদা সুলতানা বলেছেন, আমাদের নিবন্ধনিত দল ৪৪টি। এর মধ্যে ৩০টি দল নির্বাচনে আসছে।তার মানে ম্যাজরিটি অংশটাই নির্বাচনে এসেছে। এমন কোন আইন নেই যে নির্বাচনে সব দলকেই আসতে হবে।যাদের ইচ্ছা নেই তাদের আমরা কিভাবে নির্বাচনে আনবো। আমারা তো চেষ্টা করেছি।কেউ যদি না আসে এজন্য যে নির্বাচন হবে না সেটি কিন্তু নয়। নির্বাচন আইনত বৈধ হয়ে যাবে।

সোমবার দুপুরে বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমালকসভা শেষে সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা উপরোক্ত কথাগুলো বলেন।
ইসি, রাশেদা সুলতানা আরও বলেন, আমরা এখনও আশাবাদী বিএনপি নির্বাচনে আসবে।যদি তারা আসে অবশ্যই আমরা বিবেচনায় নিবো।তবে সেটি নির্বাচনকালীন মেয়াদ ২৮ শে জানুয়ারি পর্যন্ত।এই সময়ের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে ইসি রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে বিএনপি না আসলেও সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে।তবে তাদের কোন ম্যাজিস্ট্রিটি পাওয়ার থাকবে না।
ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন প্রসঙ্গে ইসি বলেন,এটা একটি আকস্মিক ঘটনা। যারা করেছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্হা নিয়েছি। আমরা ইতোমধ্যে তদেরকে সাসপেন্ট করেছি। আইনে যতটুকু ক্ষমতা আমদের দেয়া আসে তা প্রয়োগ করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।