ঢাকাTuesday , 2 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে বছরের শুরুতে বিনামূল্যে সরকারি বই পেল শিক্ষার্থীরা

Nadigram
January 2, 2024 1:58 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বছরের প্রথমদিন বিনামূল্যে সরকারি নতুন বই পেয়েছে উপজেলার শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে।

গতকাল সোমবার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার। এসময় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন প্রাং। এদিন উপজেলার পাঠান আলহাজ্ব শমশের আলী উচ্চ বিদ্যালয়, ত্রিমুহনী বাজার আদর্শ কেজি স্কুল ও জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের উদ্বোধন করেন থালতা-মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন। গছাইল হাফেজিয়া দাখিল মাদ্রাসা চত্বরে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বদরুল মনির ও সুপার মো. বাকী বিল্লাহ। উপজেলার ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। ওমরপুরহাট সতীশ চন্দ্র কারিগরি স্কুল এ্যান্ড বিএম কলেজে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার। উপস্থিত ছিলেন প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, অচিন্ত কুমার, সহকারী শিক্ষক দুলাল চন্দ্র প্রমুখ। এছাড়া কালিশ পুনাইল হামিদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা, ডেরাহার উচ্চ বিদ্যালয়, দোলাসিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নন্দীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌমুহনী আল-মানার একাডেমীসহ বিভিন্ন বিদ্যালয়ে বছরের প্রথমদিন ছাত্র-ছাত্রীরা নতুন বই হাতে পেয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।