ঢাকাSaturday , 20 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে মসজিদের সংস্কার ও ছাদ ঢালাই কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন: মেয়র আনিছুর

Nadigram
January 20, 2024 8:59 pm
Link Copied!

নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার কালিকাপুর সড়ক পাড়া মহল্লার মসজিদের সংস্কার ও ছাদ ঢালাই কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে ।শুক্রবার (১৯ জানুয়ারি) জুমার নামাজের পর মুসল্লিদের নিয়ে এই সংস্কার ও ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমান। পরে মসজিদ উন্নয়নের জন্য ২ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেন মেয়র।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন, আখতারুজ্জামান উজ্জল ,রফিকুল ইসলাম অপু, আবু সাঈদ মিলন সহ মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও মুসল্লিরা প্রমুখ।

এসময় মেয়র আনিছুর রহমান বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করে বিশ্বজুড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। মসজিদ আল্লাহর ঘর এবং পবিত্রতম স্থান। সুন্দর পরিবেশে ওযু ও নামাজ আদায় করতে পারলে আমাদের মনও সুন্দর ও প্রফুল্ল হয়। আমরা মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নিজেদের মহান সৃষ্টিকর্তার নিকট আত্মসমর্পন করি।আল্লাহ আমাদের এতো নেয়ামত দিয়েছেন কিন্তু আমরা যদি আল্লাহর ঘরটা সুন্দর না করি তাহলে সেটা ভালো দেখায় না। মসজিদের ঘর সুন্দর হলে নামাজ পড়তে এসে সবাই খুশী হন। মসজিদ উন্নয়নের জন্য ২ লাখ টাকা বরাদ্দ প্রদান করলাম, পৌরসভার ৯ টি ওয়ার্ডের মসজিদ উন্নয়ন কাজে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।