ঢাকাMonday , 18 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সাতটি আসনে প্রতীক পেলেন ৫৪ জন

Nadigram
December 18, 2023 6:24 pm
Link Copied!

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বগুড়ার সাতটি আসনে ৫৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

১৮ ডিসেম্বর (সোমবার) সকাল ১০ টা থেকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হয় প্রতীক বরাদ্দ কার্যক্রম। শুরুতেই মতবিনিময় সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়।
মতবিনিময় সভা শেষে বগুড়া জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রতীক বরাদ্দের পত্র প্রার্থীদের হাতে তুলে দেন। এসময় আওয়ামী লীগের প্রার্থী, জাতীয় পার্টি,স্বতন্ত্র সহ একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতীক বরাদ্দ নেন। দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বগুড়ার সাতটি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে বগুড়া-১ (সোনাতলা- সারিয়াকান্দি) আসনে প্রতীক পেয়েছেন ১০ জন,বগুড়া-শিবগঞ্জ-২ আসনে ৭ জন, বগুড়া-৩ ( আদমদীঘি- দুপচাঁচিয়া) আসনে ১১ জন,বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ৫ জন, বগুড়া-৫ (শেরপুর-ধনুট) আসনে ৫ জন বগুড়া (সদর)আসানে ৫জন ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ১১ জনসহ এই সাতটি আসনের মোট ৫৪ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার(১৭ ডিসেম্বর) আজ সোমবার প্রতীক বরাদ্দের দিন ধার্য ছিল। প্রতীক পাওয়ার পর থেকে নির্বাচনী আচরণ মেনে আনুষ্ঠানিক ভাবে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।