ঢাকাSunday , 10 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার বিএনপির মানববন্ধন: অনুপস্থিত কেন্দ্র নেতারা

Nadigram
December 10, 2023 8:12 pm
Link Copied!

 

শাহজাহান আলী স্টাফ রিপোর্টারঃ

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বগুড়ায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বগুড়ায় বগুড়ায় বিএনপির মানববন্ধন।

১০ ডিসেম্বর(রোববার) সকাল ১১টা থেকে ঘন্টাব্যপী বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় দেড় মাসের টানা কর্মসূচির দফায় দফায় হরতা- অববোধের পর বিএনপি এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
তবে মানববন্ধনে দলটির শীর্ষ নেতারা অংশ গ্রহণ নেননি।মামলায় অভিযুক্তদের কর্মসূচিতে অংশ না নিতে দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ সময় এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ- সভাপতি আইনজীবী আব্দুল বাছেদ। তিনি বলেন, “দেশের স্বার্থে সরকারের দ্রুত পদত্যাগ করতে হবে। সেই সাথে এবারের আন্দোলন সফল না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।
বিএনপির এই নেতা আরো বলেন, মানববন্ধনে যেসব নেতা আসেননি তাদের নামে একাধিক মামলা রয়েছে। দলীয় কৌশলের অংশ হিসাবে কাউকে মানববন্ধনে আনা হয়নি।

মানববন্ধনে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক ও আইনজীবী একে এম সাইফুল ইসলাম ও মহিলা দলের সভাপতি লাভলি রহমান।

এদিকে রোববার সকাল থেকেই জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে দেলে শহরের নবাববাড়ি রোড়ে দলীয় কার্যলয়ের সামনে জড়ো হতে থাকেন। এসময় গ্রেফতার হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের সদস্য ও আত্মীয়- স্বজনেনা হাতে প্লাক্যাড ধারন করে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে জেলা বিএনপির সাবেক আহবায়ক ও আইনজীবী একে এম সাইফুল ইসলাম বলেন,বিএনপি সমর্থন করলেই তাকে গ্রেফতার করছে পুলিশ। এ কারণে হাজার হাজার নেতাকর্মী ঘরছাড়া। এসময় মানববন্ধনে গৰেফতার হওয়া নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।
বিএনপির মানববন্ধনকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলেতে সতর্ক অবস্থানে ছিলো পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।