ঢাকাMonday , 9 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে নিষিদ্ধ ৯৮৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ যুবক আটক

Link Copied!

রাজশাহী প্রতিনিধি:রাজশাহীতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।শহরের ডাঁসমারী খোঁজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।শনিবার সন্ধ্যায় র‌্যাবের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।আটক মাদক কারবারির নাম হাফিজ উদ্দিন (২১)। তিনি চরখিদিরপুর মধ্যচর গ্রামের আহসান আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার ভোরে এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মতিহার থানার ডাঁসমারী খোঁজাপুর পদ্মারপাড়ের সাজদারে বাড়ির সামনে বটতলার নিচে এক মাদক কারবারি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে অবস্থান করছে।

এমন তথ্য পেয়ে র‌্যাবের একটি দল সেখানে পৌঁছায়। এ সময় কৌশলে পালানোর চেষ্টা করে হাফিজ উদ্দিন। তবে তাকে ধাওয়া দিয়ে আটক করে র‍্যাব। আটকের পর তার দেহ তল্লাশি করে ৯৮৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, র‌্যাব সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে নগরীর মতিহার থানায় সোপর্দ করা হয়। এছাড়াও তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরো পড়ুন:জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলায় প্রথম ধামাইনগর ইউনিয়ন পরিষদ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।