সোহেল রানা, নিজস্ব প্রতিনিধি:সিরাজগঞ্জে রায়গঞ্জে ঘুড়কা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসরের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৩০ ডিসেম্বর) বিকালে উপজেলার ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।ঘুড়কা তারুন্য ক্লাবের আয়োজনে ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জর্জকোটের এ্যাডভোকেট আলমাহমুদ।ঘুড়কা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের নেতা রেজাউল করিমের সভাপতিত্বে, ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি এস এম ওবাইদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রোকন, ঘুড়কা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মোন্নাফ মুক্তার, নলকা ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি ও সেচ্ছাসেব লীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বাদশা ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী বাদশা, নয়াদিগন্ত পএিকার সাংবাদিক সোহেল রানা প্রমুখ।ফাইনাল খেলায় আম্পায়ার ছিলেন আব্দুল জাব্বার ও রেজাউল করিম।ঘুড়কা টাইগাস্ একাদশ বনাম জি এম রাউডাস একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঘুড়কা টাইগাস্ একাদশ আগে ব্যাট করে ১০ ওভারে ১১৯ রান করে জবাবে জি এম রাইডাস্ ৯৫ রান অল আউট হয়ে যায়। ঘুড়কা টাইগাস্ ২৪ রানে পঞ্চম আসরে চ্যাম্পিয়ান হয়।ফাইনাল খেলা দেখতে আশপাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে হাজির হন।

