মীর তানভীর ইসলাম স্টাফ রিপোর্টারঃ স্মাট যুব সমৃদ্ধ দেশ,”বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রায়গঞ্জে জাতীয় যুব দিবস- ২০২৩ পালিত হয়েছে।(১ নভেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও তৃপ্তিকণা মন্ডলের সভাপতিত্বে এবংসমাজ সেবা কর্মকর্তা মো: ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলফিকার আলম। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, ব্রহ্মগাছা ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার লিটন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাকারিয়া হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা পারভীন, মহিলা নেত্রী ইয়াসমিন পারভীন প্রমুখ। আলোচনা সভায় উপজেলার ১৮ জন যুব নারী পুরুষ উদ্যোক্তাদের মাঝে মোট ১৫ লাখ ১০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

