ঢাকাSaturday , 20 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে অবৈধ ভাবে পুকুর খনন করায় ভ্রাম্যমান আদালতের অভিযান

Nadigram
January 20, 2024 6:28 pm
Link Copied!

তাজুল ইসলাম, বগুড়ার শেরপুরে চন্ডেশ্বর ও  জয়নগর দীঘির পাড় নামক স্থানে কৃষি আবাদী জমির অবৈধ ভাবে  শ্রেনী পরিবর্তন করে ভিন্ন দুটি  পুকুর খনন ও পাকা সড়ক দিয়ে মাটি বহন করে তা বানিজ্যিক ভাবে বিক্রির অপরাধে  সহকারী কমিশনার ভূমি মোবাইল আদালত পরিচালনা করেন । শনিবার  (২০ জানুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি অফিসার রেজাউল রেজা এ আদালত পরিচালনা করেন।আদালতের উপস্থিত বুঝতে পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।ঘটনা স্থল থেকে দুটি পাম্প ও তিনটি ব্যাটারি জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, অসাধু মাটি ব্যবসায়ীরা  তাদের মাটি কাটার খননযন্ত্র (ভেকু) দিয়ে উপজেলার জয়নগর ও চন্ডেশ্বর গ্রামের জমিতে পুকুর খনন করছিলেন। এরপর মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করছিলেন। এতে সরকারি পাকা সড়ক নষ্ট হচ্ছি‌ল। অভিযোগ পে‌য়ে উপ‌জেলা প্রশাসন থে‌কে সেখা‌নে অভিযান প‌রিচালনা ক‌রা হয়।বিষয়‌টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।