ঢাকাSunday , 17 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে এসসিএফ এর বিজয় দিবস উৎযাপন ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

Nadigram
December 17, 2023 6:45 am
Link Copied!

রাকিবুল হাসান সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধিঃ
সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। (১৬ ডিসেম্বার) শনিবার বিকাল ৪টায় হাবিবুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ও এসসিএফের সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইয়ুব খান, উপপরিচালক (নিবন্ধন), সমাজসেবা অধিদপ্তর, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওয়ারেছ আলী, সমাজসেবা অফিসার-২ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ), সমাজসেবা অধিদপ্তর, ঢাকা, মোঃ আব্দুল কাদের একাউন্ট অফিসার, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা ও রেজাউল ইসলাম, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বিচরণ গ্রুপ, মিরপুর ডিওএইচএস ঢাকা।অনুষ্ঠানে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনার পাশাপাশি শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার ১৮ জন পিতৃহারা মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাসিক শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। উপস্থিত মেহমানবৃন্দ এসসিএফের কার্যাবলীর ভূয়সী প্রসংশা করেন এবং উপকূলের মানুষের জন্য এর কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) ২০১৫ সাল থেকে উপকূলে বিভিন্ন সামাজিক কাজ পরিচালনা করে আসছে। বর্তমানে সারাদেশব্যাপী এসসিএফের কার্যক্রম চলমান আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।