ঢাকাThursday , 30 November 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় সবজিবাহী পিকআপে আগুন

Nadigram
November 30, 2023 8:26 am
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ সরকার পতনের আন্দোলনে বিএনপির ডাকা অবরোধে সিরাজগঞ্জের মহাসড়কে একটি সবজিবাহী পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বুধবার (২৯ নভেম্বর) ভোর রাতে সলঙ্গা থানার পাঁচলিয়া এলাকার মহাসড়কে আগুন দেওয়ার ঘটনাটি ঘটেছে। আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পিকআপটির সামনের পুরো অংশ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি সবজিবাহী পিকআপ রাত সোয়া তিনটার দিকে উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি আজিজ ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত পিকআপটি সামনের সিটে আগুন ধরিয়ে দেয়।তিনি আরও বলেন, ‘এ সময় চালক ও হেলপার ভয়ে ট্রাকটি থেকে নেমে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর চেষ্টা করি। পরে ফায়ারসার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পিকআপটির সামনের দিক পুড়ে গেছে। পিকআপটিতে আগুন দেওয়া দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।