ঢাকাTuesday , 17 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরের চাঁন্দকুঠিতে গাঁজাসহ কথিত কবিরাজ গ্রেফতার

Nadigram
October 17, 2023 8:43 pm
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি: রংপুরের চাঁন্দকুঠি এলাকায় এক কেজি গাঁজা সহ কথিত  কবিরাজ মাদক কারবারী সেলিম মিয়াকে (৬০) গ্রেফতার করেছে হারাগাছ মেট্রো থানা পুলিশ। আজ ১৭ অক্টোবর মঙ্গলবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়। মাদক কারবারী সেলিম মিয়া রংপুর সিটি করপোরেশনের চাঁন্দকুঠি গ্রামের মৃত নায়ের আলী শেখের ছেলে। আরপিএমপি হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) কমল মোহন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সোয়া ৪ টার দিকে তিনি সহ এসআই সিরাজুল, এএসআই উজ্জল সহ থানা পুলিশের একটি টিম চাঁন্দকুঠি গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ীতে সেলিম মিয়াকে আটক করে। সেলিম মিয়ার স্বীকারুক্তি মোতাবেক তার হেফাজতে থাকা নিজ ঘরে তল্লাশী করে বিক্রির জন্য মজুত রাখা আলমারীর নিচ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক সেলিম দীর্ঘদিন ধরে কতিত কবিরাজের ছদ্দবেশে বাড়িতে কবিরাজির আড়ালে মাদক ব্যবসা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ওসি মোজাম্মেল হক বলেন, পুলিশ বাদী হয়ে সোমবার রাতে আটক মাদক কারবারী সেলিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে। তাকে মঙ্গলবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।