ঢাকাTuesday , 9 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন

নান্দাইলে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

Nadigram
September 9, 2025 7:14 pm
Link Copied!

নান্দাইল প্রতিনিধি:খাইরুল ইসলাম

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নান্দাইল মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্যে ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ উপস্থিত সাংবাদিকদের সামনে আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা করেন। তিনি সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ প্রশাসনের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে সমাজসেবা, মৎস্য, কৃষি ও স্বাস্থ্যসেবা অধিদপ্তর সহ বিভিন্ন এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠানকে সামাজিক সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে অপরাধ দমনে সোচ্চার হওয়ার জোর পরামর্শ দেন।

নান্দাইলে কর্মরত সাংবাদিকগণ তাঁদের বক্তব্যে নান্দাইলের অতীত ও বর্তমানের সার্বিক অবস্থা তুলে ধরে চুরি, জুয়া, মাদক ও সন্ত্রাসমুক্ত নান্দাইল গড়তে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ ভূমিকা পালনের কথা বলেন।

সাংবাদিকগণের বক্তব্য শেষে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ আইন শৃঙ্খলা রক্ষায় তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “আশা করছি অপরাধ দমনে নান্দাইলে নতুন দিগন্ত উন্মোচিত হবে। কোনো অপরাধীকে ছাড়া দেওয়া হবে না, সে যেই হোক না কেন।”

এই মতবিনিময় সভা নান্দাইলের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ ও সাংবাদিক সমাজের মধ্যে একটি ফলপ্রসূ সহযোগিতার নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এসময় নান্দাইলে কর্মরত ৩১ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।