ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি বার্তা
  7. খেলাধুলা
  8. খোলা কলাম
  9. গনমাধ্যাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৈনন্দিন আইন
  14. ধর্ম
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বহিষ্কৃত ডিবি হাসানের সহযোগীদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি

Nadigram
September 14, 2025 6:23 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক::

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষা সৈনিক পরিবারের সন্তান সাইদুর রহমান বহিষ্কৃত ডিবি পুলিশের সদস্য হাসানের সহযোগীদেরও চার্জশিটে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজশাহী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এই দাবি উত্থাপন করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সাইদুর রহমান বলেন, বহিষ্কৃত ডিবি হাসান গত কয়েক বছরে অসংখ্য মানুষকে নির্যাতন করেছে। বিশেষ করে ২০১৯ সালের ২৩ অক্টোবর রাজশাহীতে ঘটে এক ভয়াবহ ঘটনা। সেদিন দিনে-দুপুরে একটি বাসায় গিয়ে হাসান একজন নিরীহ মানুষকে মাদক দিয়ে ফাঁসানো হয়। এ ঘটনায় হাসানের সঙ্গে যারা জড়িত ছিলো, তাদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে চার্জশিটে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

তিনি আরও অভিযোগ করেন, কয়েক বছরের ব্যবধানে রাজশাহীতে হাসান ২/৩টি বাড়ি নির্মাণ করেছে। একজন এসআই হয়েও এত বিপুল অর্থের উৎস কোথা থেকে এলো, তা দুদককে খতিয়ে দেখতে হবে।

প্রেসক্লাব সভাপতি আরও জানান, গত সভায় আমি বেশ কিছু দাবি তুলেছিলাম, যেগুলোর অনেকগুলোই ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। বর্তমানে রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। এজন্য আমি আরএমপি কমিশনার এবং বোয়ালিয়া থানার ওসিকে ধন্যবাদ জানাই।

সভায় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।